আবু সৈয়দ (সাঈদ), বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণন এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী ৭ম বই মেলা-২০২৪ শুরু হয়েছে ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রংপুরের বর্তমান মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।এই মেলা চলবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, প্রফেসর ড. মোঃ মতিউর রহমান,ড.বিজণ মোহন চাকী,বহিরাঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শুরুতে উদ্বোধক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বইমেলার প্রশংসা করে বলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় ধারাবাহিক বইমেলার আয়োজন করা আমার দেখা প্রথম। আমরা আশা করবো এই ধারাবাহিকতা বজায় থাকবে। বইমেলার আয়োজনে পাঠক-পাঠিকা, প্রকাশক ও বইমেলা সংশ্লিষ্ট সকলে যেমন উপকৃত হয় তেমনি জ্ঞানের বিকাশ ঘটে।
গুনগুনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৪২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও দেশের খ্যাতিনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী।
ছয় দিনব্যাপী বইমেলা (১২-১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি আরো বলেন,এই বছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বই ও লেখকের সাথে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি।
Array