দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতার প্রতিবাদে খাদ্যমন্ত্রীর সংবাদ বয়কট করেছেন দিনাজপুর সহ পাসের জেলা থেকে সংবাদ সংগ্রহ করতে আসা সকল সাংবাদিকবৃন্দ ।
৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে খাদ্যমন্ত্রীর কর্মসূচি বয়কট করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনার কর্মসূচি ছিল। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। কিন্তু নির্দিষ্ট সময় পার হতে থাকলে অভিযানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সুনির্দিষ্ট কোন তথ্য দেননি সংশ্লিষ্টরা। অভিযানে যাবেন কিনা সেটিও জানানো হয়নি। বিভিন্ন মিলে অবৈধ মজুদ বিরোধী অভিযানের কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পরে সিএসডি গোডাউন পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেখানেও সংশ্লিষ্টরা সাংবাদিকদের কোন সুনির্দিষ্ট তথ্য না দেয়া ও অসৌজন্যমূলক আচরণের কারণে খাদ্য মন্ত্রীর কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ে চালের বাজার নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভাতেও নির্দিষ্ট সময় পরে অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের বের করে দেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, খাদ্য মন্ত্রীর সফরসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতার প্রতিবাদে দিনাজপুরের সকল সাংবাদিকরা সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য মন্ত্রীর কোন নিউজ ইলেকট্রনিক, প্রিন্ট এবং স্থানীয় পত্রিকায় যাবে না।
Array