জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্প্রতিবার বিকেলে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকতনে মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এই মেলায় মোট ১৭ টি স্টলে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট নিয়ে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Array