রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার (১২ জানুয়ারি)। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি বিভাগের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি ফারাক না থাকায় আজ বেশি শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মাত্রার মধ্যে মাত্র ৬ দশমিক ৫ ডিগ্রির ব্যবধান। এর ফলে বেশি শীত অনুভূত হচ্ছে। এছাড়া একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গত মাসের ১৭ ডিসেম্বর রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান আজকালের বার্তাকে বলেন, সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Array