আগে নিয়োগ পরে বিপিএড কোর্স সম্পন্নকারী শিক্ষকদের এমপিও জটিলতা নিরসন হয়েছে। গত ২৭ জুলাই ২০২২ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় আগে নিয়োগ পরে বিপিএড সম্পন্নকারী শিক্ষকদের এমপিও ছাড়করণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সুপারিশ পাঠানো হয়েছে।
সুপারিশে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাদমা হাই স্কুলের (শরীরচর্চা) শিক্ষক জনাব মো: শামসুজ্জোহাসহ এ ধরনের আরও যেসকল শিক্ষক এমপিওভুক্ত হতে পারছেন না তাদের এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গ্রহণ করবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নিয়ােগকালীন সময়ে বিপিএড সনদ না থাকায় ম্যানেজিং কমিটি ২৬.০৬,২০০৪ তারিখে রেজুলেশন মোতাবেক সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী থেকে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে তিনি বিপিএড সনদ অর্জন করেন।
অদ্যাবধি তিনি প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে কর্মরত আছেন। নতুন প্রতিষ্ঠান হিসেবে নিয়োগকালীন কাম্য শিক্ষাগত (বিপিএড) যোগ্যতা না থাকায় এ ধরনের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে নির্দেশনা কামনা করে এ বিভাগে প্রেরণ করা হয়।
Array