• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা-৪ আসনের ফলাফল গেজেট স্থগিত 

     বার্তা কক্ষ 
    10th Jan 2024 7:44 am  |  অনলাইন সংস্করণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ওই আসনে ১৮টি কেন্দ্রে অনিয়মের বিষয়ে ১০ দিনের মধ্যে কমিটি করে তদন্ত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    প্রসঙ্গত ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সানজিদা খানমের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে সানজিদা খানমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোতাহার হোসেন সাজু।

    গত ৭ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পান ২৪  হাজার ৭৭৫ হাজার ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সানজিদা খানম পান ২২ হাজার ৫৭৭ ভোট। একই আসনে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে ৭ হাজার ৭৯৮ ভোট পান।

    তবে সানজিদা খানমের কর্মী-সমর্থকদের মারধর, ফলাফলের কাগজে (রেজাল্টশিট) সানজিদার পোলিং এজেন্টদের স্বাক্ষর না থাকাসহ ১৮টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন নৌকার প্রার্থী।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ