এফ.জে ওমর, ডামুড্যা (শরীয়তপুর) থেকেঃ
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ ব্যাংক কর্মচারীর মরদেহ পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪০ বছর বয়সী আজিজুর রহমান মাছুমের বাড়ি বিশাকুড়ি এলাকার ওই ডোবার কাছে। তিনি অগ্রণী ব্যাংকের ডামুড্যা শাখার মাঠ সহকারী ছিলেন।
মাছুমের অন্তঃসত্ত্বা স্ত্রী ফারজানা বলেন, ‘আমি গত বৃহস্পতিবার আমার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাই। উনি আমাদের গাড়িতে তুলে দেন। বাড়ি পৌঁছে তার সঙ্গে আমার ফোনে কথাও হয়। এরপর শুক্রবার রাত থেকে তাকে ফোন দিয়ে আর পাইনি। মোবাইল বন্ধ ছিল।
‘শনিবার সকালে আমি বিষয়টি ভাসুরকে জানাই। তারা খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। ফেসবুকেও পোস্ট করা হয়।’
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, রোববার সকালে স্থানীয়রা পরিত্যক্ত ডোবায় একটি বস্তা ভেসে উঠতে দেখে পুলিশকে জানায়। পুলিশ বস্তা থেকে মাছুমের মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা চলছে। তদন্ত করে এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।
আজকালের বার্তা / এফ.জে
Array