তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে । এতে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার ভোর ৫টার দিকে আকাশজুড়ে মেঘের গর্জন ও ঝড়ো হাওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ফলে ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি এসেছে জনজীবনে। যদিও টানা বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ। বৃষ্টির কারণে অনেকেই সময় মতো অফিসে পৌঁছাতে পারেননি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে এ বছরই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। সেটিও প্রায় ৫৭ শতাংশ কম। আগস্ট মাসেও এই ধারা অব্যাহত ছিলো। তবে সেপ্টেম্বরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে বেশি। শরতের শেষ সময়ে এভাবে হঠাৎ বৃষ্টি আর রাতের শেষভাগে হিম হিম ঠান্ডা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে।
এদিকে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।
Array