ইসরাইলি হামলায় ফিলিস্তিনি কবি, লেখক ও সাহিত্যের অধ্যাপক রিফাত আল আরির সপরিবারে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনী বিমান হামলা চালালে তিনি, তার এক ভাই, এক বোন ও তার চার সন্তানসহ পরিবারের মোট ৭ জন নিহত হয়।
ড. আল আরির গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য, তুলনামূলক সাহিত্য, শেক্সপিয়র ও সৃজনশীল লেখার একজন অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ২০০৭ সাল থেকে শিক্ষকতা করছিলেন।
তিনি ‘গাজা আনসিলেন্সড’ (২০১৫) নামে বইয়ের সহ-সম্পাদক এবং ‘গাজা রাইটস ব্যাক: শর্ট স্টোরিস ফ্রম ইয়াং রাইটার্স ইন গাজা, প্যালেস্টাইন (২০১৪) এর সম্পাদক ছিলেন।
ড. আল আরির ‘উই আর নট নাম্বারস’ নামে একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। সংস্থাটি ফিলিস্তিনের স্বার্থে ফিলিস্তিনি লেখক ও চিন্তাবিদদের একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে নিবেদিত ছিল।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও বেশি জনপ্রিয় ছিলেন আল আরির। ‘রিফাত ইন গাজা’ নামের অ্যাকাউন্টে উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর চলমান নৃশংসতা, সেই সাথে মার্কিন প্রশাসনের ভূমিকাসহ গাজার পরিস্থিতি তুলে ধরতেন তিনি।
Array