বার্তা কক্ষ
03rd Oct 2023 9:32 am | অনলাইন সংস্করণ
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা।
সোমবার (২ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্রাহ্মন্দী এলাকার একটি বাজারে আড্ডা দিয়ে রিক্সা দিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ দুর্বত্তরা দেলোয়ার হোসেনের উপড় হামলা করে। এসময় দুর্বত্তরা দেলোয়ার হোসেনকে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, কে বা, কারা হামলা করেছে বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত বলতে পারবো। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Array