বার্তা কক্ষ
29th Sep 2023 9:55 pm | অনলাইন সংস্করণ
জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিক্সা আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৬৩) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিক্সা চালক মনা মিয়া (৩০)।
নিহতের ভাই, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তারা নিহত হন।
সাদেক হোসেন আরো বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়।
Array