ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন ১০ বছর বয়সী ইশরাত তালুকদার নামে এক স্কুল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পুটিয়া’য় তার নিজ বাসায় স্কুল সহপাঠীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন
করেন এই শিক্ষার্থী।
ইশরাত তালুকদার স্থানীয় ৫৮ নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণপুর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রাজিব তালুকদারের দ্বিতীয় মেয়ে।
এবিষয়ে, ইশরাত তালুকদার বলেন আমি ছোটবেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি। শেখ হাসিনা আমাদের ফ্রীতে স্কুল ড্রেস দেয়, উপবৃত্তির টাকা দেয়, বই খাতা দেয়, এইজন্য আমি তাকে খুব পছন্দ করি। তাই আমি ১ বছর ধরে আমার টিফিনের টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সহপাঠীদের নিয়ে কেক কাটি ও দোয়ার আয়োজন করি।আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীক শেখ হাসিনা ৫ম বারের মতো ক্ষমতায় থাকুক এবং আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করুক।
এবিষয়ে ইশরাতের বাবা সাবেক ইউপি সদস্য রাজিব তালুকদার বলেন, আমার মেয়ে ইশরাত তালুকদার খুব মেধাবী শিক্ষার্থী। ও ছোটবেলা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। এই বছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের টিফিনের টাকা জমিয়ে জন্মদিন পালন করলো এতে আমি খুশি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
ভেদরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল বলেন, ইশরাত তালুকদার আওয়ামী লীগ পরিবারের সন্তান। সে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে এবং খুব ভালো ছাত্রী। প্রধানমন্ত্রীর প্রতি তার ভালোবাসা দেখে আমি আপ্লুত। আমি দোয়া করি ইশরাত জন্য।
Array