বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষে পে-কমিশন গঠন ছাড়াও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
আজ দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী,বি এ ডি সি সিবিএর সভাপতি আব্দুল হান্নান , সাধারণ সম্পাদক রুহুল আমিন, শরিফ আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, সন্তানদের লেখা পড়ার খরচ, পরিবারে চিকিৎসা ব্যয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষে পে-কমিশন গঠন, অন্তবর্তীকালীন সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদান করা অত্যন্ত জরুরি।
Array