ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে ঘরের খুঁটির সাথে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত আনোয়ারা বেগম উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকার ছাদিম আলী সরদার কান্দি গ্রামের মেছের সরদারের স্ত্রী। এবং আসামিদের সম্পর্কে চাচি হয়।
এবিষয়ে ভুক্তভোগী আনোয়ারা বেগমের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর দুজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। বাকি ৭ আসামি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর ছামিদ আলি সরদার কান্দি গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী আনোয়ারার সাথে নাজিমুদ্দিন সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ১৭ (সেপ্টেম্বর) রবিবার সকালে আনোয়ারা বেগম জমিতে পাট কাটতে গেলে নাজিমুদ্দিন সরদারের ৭ ভাই সহ ১৫/২০ জন তার উপর হামলা চালায়। এরপরই পুনরায় বাড়িতে নিয়ে হাত-পা ঘরের খুঁটির সাথে বেঁধে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মামলার বাদী আনোয়ারর মেয়ে তানিয়া আক্তার বলেন, মা’কে উদ্ধার করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। খবর পেয়ে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মাকে উদ্ধার করেন এবং শরীয়তপুর সদর ভর্তি করান। তিনি আরও জানায় প্রথমে মারধর করে পরে পুকুরের পানিতে চুবিয়ে বাড়িতে এনে বিবস্ত্র করে খুঁটির সাথে বেধেঁ মারধর করে। আসামিরা আমার সম্পর্কে চাচাতো ভাই। এর আগেও অনেক বার আমাদের উপর হামলা চালিয়েছে।
এবিষয়ে কথা বলতে অভিযুক্ত আসামিদের বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় নি। তাদের মুঠোফোনে ফোন দিলে ফোন টি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবিষয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিক আমরা আটক করি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Array