রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক মো.নাহিদ সুলতান। মো.নাহিদ সুলতান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক পদে নিযুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সেখ এর স্থলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো.নাহিদ সুলতানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শর্তসাপেক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক পদে নিযুক্ত করা হলো।
নবনিযুক্ত মো.নাহিদ সুলতান অনুভূতি জানিয়ে বলেন, “আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি।এটাই চ্যালেঞ্জ “।
Array