পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা শ্যামল দেবনাথের (৬৮) মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালী শহরের পৌর এলাকার ৩নং ওয়ার্ডে পুরান বাজার গণিক পট্টি এলাকায় নিজ বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথের (২৬) মৃত্যু খবরে তার বাবার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যান। এসময় মেয়ের মরদেহ দেখেই স্ট্রোক করেন বাবা। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত স্বর্ণা দেবনাথ পরিবারের ছোট মেয়ে। তিনি মাস্টার্স পাস করেছেন এবং অবিবাহিত ছিলেন। বাবা শ্যামল দেবনাথ বনিক পট্টিতে কাপড়ের ব্যবসা করেন।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, এ ঘটনা একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে সঠিক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত করা হবে। মেয়ের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
Array