আজকালের বার্তা বিনোদন প্রতিবেদন : সবুজ ছায়া নিবেদনে নাট্যকার ও নির্মাতা গাজী আপেল মাহমুদ এর খন্ড নাটক“ তুই আমার হবি” আজ ১লা অক্টোবর রাত ৮ টায় চ্যানেল নাইনে সম্প্রচার হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহরিয়ার শুভ, শাকিলা আক্তার, শিখা কর্মকার ও শাওন আশরাফ সহ অনেকে।নাটকটির নির্বাহী প্রযোজক বাশেদ সিমন, প্রযোজনা- ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া, চিত্রগ্রহণ – আরাফাত, সম্পাদনা -মিল্টন রায়।নাটকটির গল্প সম্পর্কে পরিচালক গাজী আপেল মাহমুদ বলেন – তুই আমার হবি নাটকটি মূলত রোমান্টিক প্রেমের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র শাহরিয়ার শুভ ও শাকিলা আক্তার একই বিল্ডিং এ দুজন দুটি ফ্লোরে থাকেন। খুব ছোট থেকেই তারা দুজন একসাথে বেড়ে ওঠেন। দুজন দুজনের মহা শত্রু। শাহরিয়ার শুভর মা শিখা কর্মকার চায় শাকিলা আক্তার তার ছেলের বউ হয়ে তার ঘরে স্থায়ী হোক। কিন্তু শাহরিয়ার শুভ সেটা কোনভাবেই মেনে নিতে পারে না। সে চায় শাকিলা আক্তার যেন দ্রুত এ বাড়ি থেকে বিদায় হয়। শাকিলা আক্তারের একদিন বিয়ে ঠিক হয়ে যায়। তখন শুভ ফিল করে শাকিলা আক্তার তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং সেও তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তারপর শুরু হয় নানাবিধ ঘটনা।
নাটক সম্পর্কে অভিনেতা শাহরিয়ার শুভ বলেন, গাজী আপেল মাহমুদ একজন গুনী নির্মাতা তার সাথে কাজের বোঝাপড়াটাও খুব ভালো। আমার দীর্ঘদিনের গ্যাপের পর গাজী আপেল মাহমুদের নির্দেশনায় একটি চমৎকার নাটকে অভিনয় করলাম।
প্রযোজক বাশেদ সিমন বলেন -গাজী আপেল মাহমুদ একজন দক্ষ পরিচালক , তিনি খুব যত্ন সহকারে নাটকটি তৈরি করেছেন।আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে অবস্থান করবে।