বর্তমান শাকিব খান ও আলোচিত চিত্রনায়িকা বুবলীর সন্তানের খবর শুনে ভক্তরা মিষ্টি বিতরণ করেন । লালমনিরহাটের হাতীবান্ধার মনির খান নামে এক তরুণ এ কাজ করেন ।
গতকাল শুক্রবার রাতে হাতীবান্ধার বেশ কয়েকটি দোকান ও লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করেন বলে জানা যায় ।
স্থানীয়রা জানান, শাকিব খান-বুবলীর সন্তানের খবরে তার খুব ভক্ত মনির খান মিষ্টি কিনে দোকানে দোকানে এবং লোকজনের মধ্যে বিতরণ করছেন। লোকজন এ মিষ্টি খেতে পেরে অনেক খুশি এবং লোকজন তাদের সন্তানের জন্য দোয়া করেন ।
মনির খান বলেন, ছোট থেকে আমি সব সময় শাকিব খানের ছবি দেখি।শাকিব খান ছাড়া আমি অন্য কারো ছবি দেখি না । তখন থেকে আমার কাছে তিনি আমার প্রিয় নায়ক। যখন শুনতে পেরেছি শাকিব ভাই বুবলীকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান রয়েছে, তখন আমি অনেক খুশি হয়েছি। তাই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। আর সবাইকে বলেছি তাদের জন্য দোয়া করতে ।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। গত মঙ্গলবার মা হওয়ার খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর থেকেই বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে গুঞ্জন শুরু হয় নেটিজেনদের মাঝে। তবে গতকাল শুক্রবার সন্তানের ছবি প্রকাশ করে সেই গুঞ্জনের লাগাম টেনেছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদ খান বীরকে নিজের সন্তান বলে দাবি করেন ও সন্তানের জন্য সবার দোয়া চান।
Array