সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ২৫০মিটার পয়ঃনিস্কাশন ড্রনের উদ্বোধন করা হয়েছে।
২২ আগষ্ট মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ডের চরপাড়া আজিজুল ভুঁইয়ার বাড়ি হইতে আলহাজ্ব হারুন অর রশীদ বাড়ি পর্যন্ত পয়ঃনিষ্কাশন ড্রেনের পানি ব্রহ্মপুত্র নদীতে সড়ানোর ব্যবস্তা করা হয়েছে।
এতে চরপাড়া এলাকার ১হাজার লোকের বসবাস উপযোগী হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ড জাতীয় পাটির সভাপতির সার্বিক তও্ববধানে উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য প্রেসিডিয়াম সদস্য জাতীয় পাটি ঢাকা বিভাগ ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এসময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু,সোনারগাঁও পৌর জাতীয় পাটির সভাপতি এম এ জামান, নোয়াগাঁ ইউনিয়নের ইউপি সদস্য, রাকিব, কালাম, রিয়াদ ফকির, মরিয়ম সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আনোয়ার, সহ , জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ও নোয়াগাঁ ইউনিয়ন ৫ নং ওয়াডে স্থানীয় জনসাধারণ।।
Array