একটানা নয় মাস পর ১৭ আগস্ট দেশে ফিরেই ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আগামীতে কী কাজ করব, তা সময় মত বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে)।আপনারা সবাই দোয়া করবেন । সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে।তা সময়মত জানিয়ে দেয়া হবে ’
শাকিব এই ‘স্পেশাল খবর’ বলতে তাঁর সিনেমার খবর বুঝিয়ে ছিলেন। যদিও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিরে ৪৪ দিনেও সেই স্পেশাল খবর প্রকাশ করতে পারেননি এই নায়ক।
তবে জীবনের সবচেয়ে স্পেশাল খবরের কথা তিনি স্বীকার করেছেন। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান শবনম বুবলীর সন্তানের পিতা হওয়ার খবর নিজেই স্বীকার করেছেন। জানিয়েছেন, তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে; নাম শেহজাদ খান বীর। তিনি তার ফেসবুকের মাধ্যেমে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন ।
শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনের খবর। সেই গুঞ্জন এতদিন পর সবার সামনে এলো । জানা গেলো আসল ঘটনা ।
সন্তানের ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে শাকিব খান এক তার ফেসবুকের মাধ্যেমে জানিয়েছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’
এরপর শাকিব বলেন, ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
শাকিব-বুবরীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয়। তবে তাঁরা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।
শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।
Array