আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘এক শ্রেণির মানুষের নষ্ট রাজনীতির দুষ্টচর্চায় যারা আমাকে অন্যায় এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, তাদের উদ্দেশ্যে আজ আমি বলতে চাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ও কোনো অনুযোগ নেই। তারাও ভালো থাকবেন সেই প্রত্যাশা করবো।’
আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশসাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আইজিপি’স প্রেস কনফারেন্সে বিদায়ী আইজিপি এসব কথা বলেন।
ড. বেনজীর বলেন, ‘সবাই মিলেই বাংলাদেশ। আমার এই ভালোবাসার বাংলাদেশ। আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। সবাইকে মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে যে যেখানে আছি সেখানে থেকেই দায়িত্ব পালন করব।’
বেনজীর আহমেদ বলেন, ‘নানা প্রতিবন্ধকতা পার করে আজকে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ১৮ ডলার রিজার্ভ থেকে ৪৯ বিলিয়ন ডলার রিজার্ভে এসে পৌঁছেছে। প্রায় তিন হাজার ডলারের মাথাপিছু আয়ে পৌঁছেছে। এই সময়ে নানা দারিদ্র্য, অসুখ-বিসুখ, নানা বঞ্চনা দেখেছে এবং রাজনীতির অনেক ধরনের খেলা হয়েছে।’
আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘৩৪ বছর ৫ মাস ১৬ দিন বাংলাদেশ পুলিশে কাজ করেছি। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদে ১২ বছর ঢাকায় দায়িত্ব পালন করেছি। ১২ বছরের পথচলায় অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করেছি। এ দেশের নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বেনজীর বলেন, ‘আমি এই সময়ে যা কিছু অর্জন করেছি তা সবকিছুই বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী ও জনগণকেই দিতে চাই। আর যা কিছু করতে পারিনি এর দায়ভার আমার নিজেরই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদ্য বিদায়ী মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান।
Array