শরীয়তপুর প্রতিনিধি: ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে মাঠ চষে বেড়াচ্ছেন ‘জেলা প্রশাসনের টিম’
আসন্ন পবিত্র ঈদুল আযহায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে শরীয়তপুরের প্রতিটি টার্মিনালগুলোতে মনিটরিং টিম দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
মঙ্গলবার (২৭ জুন )
সকাল থেকে শরীয়তপুর জেলার প্রতিটি উপজেলা বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন স্ব স্ব উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান বলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো. পারভেজ হাসান স্যারের নির্দেশনায় ঈদুল আযহায় ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে আমাদের এই অভিযান। ঘরমুখো সাধারণ মানুষ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় তাই আমাদের এ প্রচেষ্টা। এ-সময় তিনি ডামুড্যা বিআরটিসি কাউন্টার পরিদর্শনকরেন ও সাধারণ যাত্রীদের কথা শোনেন।
এদিকে জেলা প্রশাসকের এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ঈদে ঘরমুখো সাধারণ মানুষ। গার্মেন্টস কর্মী নাজমা আক্তার বলেন, এই প্রথম ঢাকা হতে শরীয়তপুর আসলাম অতিরিক্ত ভাড়া ছাড়া। শুনলাম আমাদের জেলা প্রশাসক স্যারের জন্য আমরা এ সুযোগ পাইছি। তাই স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Array