শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে শরীয়তপুর জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক, সাত উপজেলার সমন্বয় কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
এ বারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকার। এর মধ্যে সরকারি অনুদান থেকে ৩০ কোটি টাকা সহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১৪০ টাকা। এ ছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ২৫ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন গোঁসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালি, ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভেদরগঞ্জ পৌর মেয়র বাশার চৌকদার, জেলা পরিষদ সদস্য কাইয়ুম পাইক, ইকবাল হোসেন ওচমান মীর, বোরহান মুন্সি প্রমুখ।
Array