ওসমানীনগর প্রতিনিধি: সপ্তাহব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ,রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গ্রামীন জনপদের সুবিধা বঞ্চিত শিশুদের অংশ গ্রহনে বণার্ঢ্য আয়োজনে পালন করা হয়েছে এস ও এস আর্ন্তজাতিক শিশু পল্লী দিবস।
এস ও এস শিশু পল্লী সিলেলের উদ্যোগে বিশ্বব্যাপী অসহায় পরিবার বিহীন শিশুদের সহায়তায় প্রতিষ্ঠিত জাতিসংঘের শিশু অধিকার সনদের মূলনীতিতে কাজ করে যাওয়া এস ও এস আর্ন্তজাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনারের জন্মদিনকে ঘিরে বৃক্ষরোপন ও সুবিধা বঞ্চিতদের মাঝে আমের চারা বিতরণসহ আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
ওসমানীনগরের দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী প্রাঙ্গনে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ মোহাম্মদ সেলিম।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম। এস ও এস শিশু পল্লী সিলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী‘র শুভেচ্ছা বক্তব্য পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাসুদুল আমিন, শিশু পল্লী সিলেটের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম খান, সামাজিক কেন্দ্রের ইনচার্জ তানভীর আহমদ,প্রোগ্রাম অফিসার অঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,এসটিএম ফখর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর হারম্যান মেইনারের গৌরবময় জীবন,চিন্তাভাবনা ও মহৎ কাজের আলোচনায় বক্তারা বলেন,গ্রামিন জনপদের অসহায়, নির্যাতিত, অধিকারহারা, সুবিধা বঞ্চিত ও পরিবারহারা শিশুদের জন্য একটি স্থায়ী ও দীর্ঘ মেয়াদী সেবা প্রদানের প্রতিশ্রুতির নিশ্চয়তা দিয়ে যাচ্ছে হারম্যানের শিশু পল্লী। দিচ্ছে বৃহত্তর সিলেট অঞ্চলসহ সারা দেশের প্রত্যান্ত অঞ্চলের শিশুদের কল্যাণে একটি অনুপম ও ব্যতিক্রমধর্মী প্রয়াসের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক ও মানবিক সহযোগিতা এস ও এস শিশু পল্লীর কার্যক্রম প্রশংসনীয়।
মা-বাবা’র স্নেহ বঞ্চিত শিশুদের পরিবার ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে তাদের যাবতীয় প্রয়োজন ও অধিকার নিশ্চিতসহ সমাজে প্রতিষ্ঠিতকরনে পালন করছে গুরুত্বপূর্ন ভূমিকা।অনুষ্ঠানে সন্তান শাহানাজ পারভীনের কবিতা আবৃত্তি ও মা এমিলি খাতুনের স্বাগত বক্তব্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরুস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন,সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ছাড়াও এস ওএস শিশু পল্লী সিলেটের সংশ্লিষ্টরা।
Array