রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ৫০ টি চিত্রকর্ম ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
বুধবার (২১ জুন) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শ্রীপতি শিকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন লাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
একইসাথে এই অবমাননাকর ধৃষ্টতার সাথে জড়িতদেরকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী এ শিক্ষক সংগঠনটি ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের উন্নয়নের ধারাবাহিকতার এই সময়ে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করা, গণতন্ত্র কে হত্যা করে জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা যাদের উদ্দেশ্য তাদেরই একটি কুচক্রি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই স্বাধীনতার চেতনার উৎস বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের মতো জঘন্য কাজ করেছে।
উল্লেখ্য যে, তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা বিএনপির অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে বুধবার (১৪ জুন) চট্টগ্রামের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেওয়ালে টাঙানো ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ভাঙচুর করা হয়।
Array