রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি। তবে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন।
এছাড়া বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ইসলামিয়া কলেজ ভোট কেন্দ্রগুলো ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এগুলোর মধ্যে ডাশমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ১৪৭ জন ভোটার, ডাশমারী উচ্চ বিদ্যালয় ভোটার ২ হাজার ৪০২ জন এবং ডাশমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটার ২ হাজার ৪০৫ জন। সবমিলিয়ে কেন্দ্রটিতে মোট ভোটার ৭ হাজার ৯৫৪ জন।
জানা গেছে, মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগেই নগরীর ভোটকেন্দ্রগুলোতে হাজির হন ভোটাররা। এই প্রথম রাজশাহীবাসী ইভিএমে ভোট দিচ্ছেন।
সকাল ১০টায় নগরীর ডাশমারী এই তিনটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। ফলে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। শুধু কেন্দ্রীয় না বাইরে রাস্তা পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ভোটার পলাশ আহমেদ জানান, আমাদের এই কেন্দ্রে সকাল থেকে ভিড়। ছোট্ট একটি স্কুল মাঠে তিনটি কেন্দ্র। এলাকার সিংহভাগ ভোটেকেন্দ্রে দিতে হয় ভোটাদের। পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। প্রচুর ভোটারের সমাগম ঘটেছে। সবাই নিজ নিজ পছন্দের প্রতীকে ভোট দিচ্ছে।
ভোটার জমশেদ আলী জানান, সকাল ৯ টায় ভোট দিতে এসেছিলাম। এক ঘণ্টার ভেতরে ভোট দেওয়া হয়ে গেছে। সকাল-সকাল না এলে মনে হয় ভোট দিতে পারতাম না। কারণ প্রচুর ভোটার উপস্থিত হয়েছে ভোট দিতে। ভোটকেন্দ্রের পরিবেশ অনেক সুন্দর। এই প্রথম ইভিএমে ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।
এ বিষয়ে ডাশমারী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ডাশমারী উচ্চ বিদ্যালয় ভোটার ২ হাজার ৪০২ জন। ভোটের পরিবেশ অনেক সুন্দর। ভোট শুরুর পর এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
Array