নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ টুটুল (২৫) মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিষয়টি আজকালের বার্তাকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে টুটুল নামে আরও একজন আইসিইউতে মারা গেছেন। তার ৬০ শতাংশ ফ্লেইম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছিল। এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন মারা গেলেন। বর্তমানে মেহজাবিন নামে আরও এক শিশুর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।