শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধব-১৭) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীয়া সংস্থার সহযোগিতায় ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, দারুলআমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু সিকদার, ডামুড্যা উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, কামরুল হাসান মন্টি মাঝি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম মাদবর, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেলসহ প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে ডামুড্যা উপজেলার ৭ টি ইউনিয়নের ও ১ টি পৌরসভার ৮ দল অংশগ্রহন করেন দলগুলো হল ডামুড্যা পৌরসভা, কনেশ্বর ইউনিয়ন , পূর্ব ডামুড্যা ইউনিয়ন , দারুলআমান ইউপি, ইসলামপুর ইউপি, ধানকাটি ইউপি, শিধলকুড়া ইউপি, সিড্যা ইউপি।
উদ্বোধনী খেলায় ডামুড্যা পৌরসভা ফুটবল একাদশ ও কনেশ্বর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করে।
- শফিকুল ইসলাম সোহেল/এফ জে