• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ট্রেবলজয়ী গার্দিওলা যেখানে অনন্য 

     বার্তা কক্ষ 
    11th Jun 2023 10:04 am  |  অনলাইন সংস্করণ

    বহুল কাঙ্ক্ষিত সেই ট্রেবল অবশেষে ধরা দিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। যারা এর আগে কখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি, এবার তারা রেকর্ড গড়েই জিতলো। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে জিতেছে সিটি। তবে দলের চেয়েও কোচ পেপ গার্দিওলা ব্যক্তিগতভাবে অনন্য রেকর্ড গড়েছেন। প্রথম কোনো কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। 

    শনিবার (১০ জুন) ইন্টার মিলানের সঙ্গে ম্যানসিটির ফাইনালে ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলছিল ঢিমেতালে। অবশেষে ৬৮তম মিনিটে সিটি ভক্তদের আনন্দে ভাসালেন রদ্রি। দারুণ শটে জাল খুঁজে পেলেন সিটির স্প্যানিশ এই মিডফিল্ডার। পরমুহূর্তেই যদিও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় ইতালিয়ানরা।

    শিরোপা নিশ্চিত হওয়া ওই গোলেই প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। এর মধ্য দিয়ে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের রেকর্ড গড়ল সিটি। এর আগে এই কীর্তি ছিল কেবল তাদের শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। ১৯৯৮-৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তোলার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা।

    ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা ষষ্ঠ ইংলিশ ক্লাব সিটি। এর আগে ছয়বার লিভারপুল, তিনবার ম্যানচেস্টার ইউনাইটেড, দুবার করে চেলসি, অ্যাস্টন ভিলা এবং নটিংহ্যাম ফরেস্ট একবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই তালিকায় ইংল্যান্ডের অবস্থান সবার ওপরে। এছাড়া, তিনটি দেশের আছে অর্ধেক সংখ্যক ক্লাবের শিরোপা। তারা হলো জার্মানি (বায়ার্ন, বরুসিয়া ডর্টমুন্ড, হামবুর্গ), ইতালি (জুভেন্তাস, এসি মিলান, ইন্টার) ও নেদারল্যান্ডস (আয়াক্স, ফেইনুর্ড রটার্ডাম, পিএসভি)।

    তবে সবমিলিয়ে ট্রেবল পূরণ করা অষ্টম ক্লাব সিটি। বার্সেলোনা ও বায়ার্নের এই কীর্তি আছে দুবার করে। একবার করে জিতেছে সেলটিক, আয়াক্স আমস্টারডাম, পিএসভি আইন্দহোফেন, ম্যানইউ ও ইন্টার।

    ব্যক্তিগতভাবে অনন্য রেকর্ড গড়া গার্দিওলার এই কীর্তি দুটি ভিন্ন ক্লাবের হয়ে। এর আগে ২০০৮-০৯ মৌসুমে স্পেনের বার্সেলোনার কোচ হিসেবে প্রথমবার ট্রেবল জিতেছিলেন তিনি। এছাড়া এই স্প্যানিশ কোচ তৃতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ জয়ের নজির গড়েছেন। বাকি দুজন হলেন জিনেদিন জিদান ও বব পেইসলি। চারটি শিরোপা নিয়ে শীর্ষে অবস্থান করছেন কার্লো আনচেলত্তি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ