নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সৌজন্যে সাক্ষাৎ করতে দেওয়ার পথে অতর্কিত হামলা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুন দিয়ে প্রবেশের সময় অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের কার্যালয়ের উদ্দেশ্যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় নীলক্ষেত মোড়ে আসার খবর শুনেই অবস্থান নেয় ছাত্রলীগ। এসময় নীলক্ষেত মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুহুর্তে স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় স্যার এ এফ রহমান হলের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে হলের ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান, মহিবুল্লাহ লিয়ন, আলী হাসান রিফাত, সামি, হৃদয়, তানভীর হাসান শান্ত, আসিফ, মোমিন, শওকত, মেহেদি হাসান শান্ত, আলভী এই হামলায় অগ্রভাবে অবস্থান করেন বলে জানা গেছে। হামলায় ছাত্রদলের অন্তত চার জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ ও ইসলামিক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, আমাদের অন্তত ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রদলের চামড়া তুলে নিবো আমরা, জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়, ছাত্রদলের আস্তানা, এই ঢাবিতে হবেনা; হই হই রই রই, ছাত্রদল গেলি কই স্লোগান দিতে শোনা যায়।
এফ.জে / আ.বা;
Array