বার্তা কক্ষ
04th Jun 2023 5:14 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ ইসলামিক ফাউণ্ডেশন জয়পুরহাট কতৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামিক ফাউণ্ডেশন জয়পুরহাট এর উপ-পরিচালক রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।
জেলা প্রশাসক বাল্য বিবাহ প্রতিরোধ করতে ইমামদেরকে সহযোগিতা চান এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদেরকে সচেতনতা থাকার আহবান জানান।
Array