রাবি প্রতিনিধি:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ৩১ মে। ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে।
রোববার (৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকেই ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল যাতে নির্ভুল হয় সেদিকে যথেষ্ট সতর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি। চলতি সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশিত হবে।
প্রসঙ্গত, এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া তিন হাজার ৯৩০টি আসন রয়েছে। এর বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়ে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়ে ৭৫ হাজার ৮৫০টি।
Array