ajkalerbarta
27th Sep 2022 3:02 am | অনলাইন সংস্করণ
মিয়ানমারের জান্তা সরকারের অত্যাচারে এবার কোন রোহিঙ্গার দল বাংলাদেশে প্রবেশ করেনি, এবার মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত নদী নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের এক পাল মহিষের দল।
গত রবিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফ সীমান্তে মহিষের পালটি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের সহায়তায় মহিষগুলোকে এক স্থানে একত্রিত করে রাখে। মিয়ানমার থেকে আসা মহিষের পালটিতে মোট ১৯টি মহিষ রয়েছে বলে জানা যায়।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খোঁজ-খবর করেও মহিষগুলোর কোন মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এইপারে চলে এসেছে। তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে আসা মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে।