নিজেস্ব প্রতিবেদক:
বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা দিয়েছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ১২ নেত্রী। এ জন্য তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও যান। কিন্তু সেখানে গিয়ে তারা ঘোষিত কর্মসূচি পালন না করেই ফিরে এলেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় অনশনের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে যান ১২ নেত্রী। এসময় ফটকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের কয়েক দফা ধাক্কাধাক্কি হয়। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে দেড় ঘণ্টা অবস্থানের পর বের হয়ে আসেন তারা।
অনশনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী বলেন, আমরা অনশন বাতিল করেছি। এখন আমাদের নতুন কোনো কর্মসূচি নেই।
কেন অনশন বাতিল করলেন? কার্যালয়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কে ছিলেন? এসব বিষয়ে জানতে চাইলেও তারা কোনো উত্তর দেননি। রিকশা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এফ.জে ওমর/ আ বা
Array