জাবি সংবাদদাতা: পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৩-২৪ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে দর্শন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মোসাদ্দেকুর রহমানকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) দুপুর পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দীন ভূঁইয়া। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে হাসিব জামান, কোষাধ্যক্ষ পদে আনিকা রাহী, দপ্তর সম্পাদক পদে ওসমান সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেরুন্নেসা নীলাকে মনোনীত হয়েছে।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছে সীজেন সরকার, মো. নাজমুল হাসান, লাবীবা আহমেদ।
Array