ajkalerbarta
26th Sep 2022 12:07 pm | অনলাইন সংস্করণ
উত্তরা ফাইন্যান্সের অপসারিত এমডি এসএম শামসুল আরেফিন সহ ৯জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর সিনিয়র জজ মোঃ আসাদুজ্জামান । উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কর্তৃক ৩ হাজার ৬০০ কোটি টাকা অনিয়মের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় বার্ষিক হিসাব বিবরণীতে ৩ হাজার ৬০০ কোটি টাকার হিসাবে গরমিল পাওয়া যায়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের নিরীক্ষায়ও নানা অনিয়ম পাওয়া যায়। সে আলোকে গত ২৩ জুন শামসুল আরেফিনকে অপসারণ করা হয়। দুদকে পাঠানো উত্তরা ফাইন্যান্সের চিঠিতে বলা হয়েছে, শামসুল আরেফিনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্সের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান হকের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে।
অভিযোগ তদন্ত করেন দূর্নিতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আহসানুল কবির পলাশ ও সহকারী পরিচালক রাকিবুল হায়াত । নিষেধাজ্ঞা জারি হওয়া অন্যন্যরা হলো, উত্তরা এ্যাপারলস লিমিটেড এর প্রাক্তন পরিচালক জনাব মুজিবুর রহমান, উত্তরা অটোমোবাইলস লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জনাব মতিউর রহমান, জনাব রশীদুল হাসান, জনাব অনিল চন্দ্র দাস, জনাব মাোহাম্মদ মাঈনউদ্দিন, জনাব কাজী আবিফ্জুামান, জনাব শংকর কুমার সাহা ও শম্পা রানী ।
Array