রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ গুচ্ছ ভর্তি পরীক্ষায় বি ইউনিট পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে ৯৮ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছে ।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থী-অভিবাবকদের দুর্ভোগ কমাতে এবারেও অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা । অন্যান্য কেন্দ্রের মতো হাবিপ্রবিতেও বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো ।
তিনি আরো বলেন, শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে । পরীক্ষার্থীরাও বেশ উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে । কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ৩ ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
Array