রানওয়েতে অবতরণের সময় মাটিতে বসে গেছে ভারতীয় বিমান বাহিনীর ভারী পরিবহন প্লেন জি-১৭ গ্লোবমাস্টারের চাকা। মঙ্গলবার (১৬ মে) ভারতের লাদাখের লেহ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দিনভর প্লেন ওঠানামা বন্ধ থাকে চীন সীমান্ত ঘেঁষা শহর লেহ’র কুশক বকুলা রিম্পোচের বিমানবন্দরে। বুধবার (১৭ মে) থেকে লেহ বিমানবন্দরে বেসামরিক প্লেন উড্ডয়ন স্বাভাবিক হয়ে যাবে বলে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ভিস্তারাসহ বিভিন্ন বিমান সংস্থা শ্রীনগর-লেহ রুটে প্রতিদিন ১০টি ফ্লাইট পরিচালনা করে। লেহ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণে মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের সংস্থা ম্যাকডোনেল ডগলাসের তৈরি ভারী সামরিক পরিবহন প্লেন জি-১৭ গ্লোবমাস্টার-৩ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় ২০১৯ সালে। ছোট রানওয়েতে ওঠানামার সুবিধার জন্য এই প্লেন চীন সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকার সেনাঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি দ্রুত সেনা পাঠানোর কাজেও বিমান বাহিনীর কাজে লাগে এই প্লেন।
Array