ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিপর্যস্ত ক্ষমতাসীন বিজেপি। ২২৪ আসনের মধ্যে সেখানে কংগ্রেস পেয়েছে ১৩৮টি আসন। বিজেপি পেয়েছে ৬৩টি। জেডিএস পেয়েছে ২০ আসন। অন্যান্য ৩টি। খবর এনডিটিভির।
নির্বাচনে হার মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের নেতা-কর্মীদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারিনি। সম্পূর্ণ ফল পাওয়ার পর আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব।’
দক্ষিণ ভারতে একমাত্র ঘাঁটি কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পথে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেস ১৩০টি আসনের বেশি পাওয়ার পরই হার স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
শনিবার প্রকাশিত ফলে বিধানসভার ২২৪টি আসনের ১৩৬টিতে এগিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস। বিপরীতে বিজেপি এগিয়ে আছে ৬৩টি আসনে।
কর্ণাটক বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১২০টি আসন। সেটি এরই মধ্যে নিশ্চিত করেছে কংগ্রেস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এইচডি কুমারাস্বামীর দল জেডি(এস) এগিয়ে ছিল ২০টির বেশি আসনে।
নির্বাচনে হার মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের নেতা-কর্মীদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারিনি। সম্পূর্ণ ফল পাওয়ার পর আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব।’
এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্ধরামাইয়াহ দল ১২০টির বেশি আসন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Array