মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: লাশবাহী গাড়ীর টোল আদায় নিয়ে দ্বন্দে টোল ঘর ভাংচুর ও যানবাহন চলাচল সাময়িক বন্ধ।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এই সেতুতে এক মরদেহ বাহী ট্রাকের টোল আদায় কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা কালু জানান, বড় ভাই প্রেম লাল চৌধুরীর মরদেহ সৎকারের জন্য শিবগঞ্জ উপজেলার তক্তিপুর ঘাটে ট্রাকে নিয়ে যাওয়ার সময় মহানন্দা নদীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজার আদায়কারীরা আমাদের সাথে খারাপ আচরণ করে।
৩০ বছর ধরে চলছে এ টোলা আদায় ।আর কতদিন জনগণকে ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি লাশবাহী গাড়ি টোল পার হবার সময় কিছু টাকা কম দিয়েছিল টোলে, সেটাকে কেন্দ্র করে সেই গাড়ি চালকের মাথা ফাটিয়ে দিলেছিল টোল কর্মীরা ও মৃতের স্বজনদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হলে উত্তেজিত স্বজনরা টোলপ্লাজায় ভাংচুর চালায়, পরে মরদেহ সড়কে রেখে বিক্ষোভ করলে যানবাহন চলাচল বন্ধ করলে রেখেছিল কিছু সময়ের জন্য।এতে ২ পাশে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়েছিল । পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম আব্দুল গালিব খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টোল ঘর থেকে ফোন আসে তখন আমি কয়েকজন পুলিশ মোতায়ন করেছিলাম। তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তিনি আরো বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করে দোষীদের আইন ব্যবস্থা নেয়া হবে।
Array