আইপিএলে দুই ভাই সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে খেলার রেকর্ড আছে। তবে টুর্নামেন্টটির ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে দুই দলের নেতৃত্বে থাকছেন দুই সহোদর। গেল আসর থেকেই গুজরাট টাইটান্সের নেতৃত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, লোকেশ রাহুলের চোট অপ্রত্যাশিতভাবে ক্রুনালকে লখনৌয়ের নেতৃত্বের আসনে বসিয়েছে।
এর আগে ভারতীয় এ দুই ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলেছিলেন। এছাড়া প্রতিপক্ষ হিসেবেও দেখা গেছে তাদের। কিন্তু দুই দলের অধিনায়ক দুই ভাই, এই ঘটনা প্রথমবার। আজ (রোববার) দুই ভাইয়ের নেতৃত্বে মাঠে নামছে গুজরাট ও লখনৌ।
চলতি আইপিএলে দারুণ ছন্দে হার্দিকের গুজরাট টাইটান্স। গেল আসরের চ্যাম্পিয়নরা এবারো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে, প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতে দারুণ শুরু পেলেও পরে খেই হারিয়ে ফেলেছে লখনৌ। ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দলটির অধিনায়ক কেএল রাহুলের চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়া। তবে লখনৌ সুপার জায়ান্টসরা এখনও পর্যন্ত প্লে-অফে ওঠার বড় দাবিদার। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। টেবিলের তিনে রয়েছে তারা।
এদিকে করুণ নায়ারকে রাহুলের বদলি হিসেবে সুপার জায়ান্টসরা দলে নিয়েছে। ২০২২ আইপিএলে রয়্যালসের হয়ে শেষ বার খেলেছিলেন তিনি। এদিকে টাইটান্সের জস লিটল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আইরিশ শিবিরে যোগ দিচ্ছেন।
ইমপ্যাক্ট প্লেয়ারসহ টাইটান্সের সম্ভাব্য দল: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, নুর আহমেদ, মোহম্মদ শামি, মোহিত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ারসহ লখনৌয়ের সম্ভাব্য দল: কাইল মায়ার্স, কুইন্টন ডি কক, কর্ণ শর্মা/প্রেরক মানকড, ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আয়ুশ বাদোনি, গৌতম, মহসিন খান, রবি বিষ্ণোই, আবেশ খান/যশ ঠাকুর, অমিত মিশ্র।
Array