রাজধানীর কমলাপুর মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত(৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা সিএনজি চালক মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, কমলাপুর মোড় থেকে অজ্ঞাত এই ব্যক্তিকে পুলিশ সার্জেন্ট আমার সিএনজিতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সিএনজি চালক আরও জানায়, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় এই ব্যক্তি গুরুতর আহত হয় বলে জানিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। সে একজন ভবঘুরে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কমলাপুর থেকে এক সিএনজি চালক আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
রোববার(৭ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
Array