ajkalerbarta
06th May 2023 1:37 pm | অনলাইন সংস্করণ
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
রহিমা ওয়াদুদ রাজধানীর লেকসার্কাস বালিকা বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসর নেন।
শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। তারপর মরহুমার দাফন করা হবে বলে জানিয়েছে মন্ত্রীর দপ্তর।
Array