ঢাকাসহ দেশের ৩২টি জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে ৫৬টি তিন লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৩৩ জন কর্মকর্তার নেতৃত্বে ৩২টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল ও গাবতলী বড়বাজারসহ দেশব্যাপী মোট ৩৫টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকির মাধ্যমে বিভিন্ন অপরাধে ৫৪টি প্রতিষ্ঠানকে তিন লাখ ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দু’টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় ও দু’জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ২ হাজার ৭৫০ টাকা দেওয়া হয়।
বুধবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ভোক্তা অধিদপ্তর।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত বাজার তদারকিতে সহযোগিতা করেন।
Array