রাহাত হোসেন, হাবিপ্রবিপ্রতিনিধি: স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত এ অ্যাওয়ার্ডের তালিকায় আছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ৮ জন শিক্ষার্থীও।
রোববার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিতরা হলেন-
১. কৃষি অনুষদের শিক্ষার্থী মোছা. অনন্যা খাতুন(৩.৯৬), ২. সিএসই অনুষদের শিক্ষার্থী আল জান্নাতুন নূর (৩.৯১), ৩. ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নুসরাত আফরিন শিলপা(৩.৯২), ৪. মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফারজানা খানম(৩.৯৬), ৫. ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সের শিক্ষার্থী সুজানা দঙ্গল(৩.৯৪), ৬. বিজ্ঞান অনুষদের গনিত বিভাগের শিক্ষার্থী রিসাত হোসেন(৩.৯৯) ও ৭. অৰ্থনীতি বিভাগের শিক্ষার্থী বাবর আহমেদ(৩.৭৮) ও ৮. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাৰ্থী আফরোজা সুলতানা (৩.৯১)
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যায়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করেন।
Array