এক সাফল্যে উজ্জীবিত পুরো দেশের ক্রীড়াঙ্গন। নেপালকে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো শিরোপা স্বাদ এনে দেওয়া বাংলাদেশ নারী দলকে সুখবরেই দিল বাফুফে। সাবিনাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।
তবে বেতনের অঙ্ক ঠিক কত হবে সে বিষয়ে এখনও জানা যায়নি। আজ বৃহস্পতিবার কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা শেষে দলনেতা সাবিনা খাতুন বলেন, ‘আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, কাঠমুন্ডুতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি দলনেতা সাবিনা খাতুন। এবারের সাফে তার গোল সংখ্যা মোট আটটি। আর পুরো টুর্নামেন্টে বাংলাদেশের গোলবারে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করা রুপনা চাকমা সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
Array