বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। তবুও চিরকুমার তিনি। তার জীবনে কত নারীই তো এসেছেন! তাদের অনেকের সঙ্গেই তিনি সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা।
সম্প্রতি নিজের ছবি ‘কিসি কি ভাই কিসি কা জান’র প্রচারে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান।
মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাই পৌঁছে অনুরাগীদের মাঝে হাজির হন ভাইজান। তাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। সেখানে তাকে ঘিরে নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
তার এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘সালমান, মুঝসে শাদি করোগে?’ (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘না সালমান, তুমি কখনো বিয়ে করবে না।’ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানান সালমান।
তবে বিয়েটা আর করা হয়ে ওঠেনি ভাইজানের। বিভিন্ন সময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতেই ভালোবাসেন। কিন্তু তার বিয়ের প্রসঙ্গ বার বারই উঠে এসেছে সংবাদ শিরোনামে।
অভিনেতা বলেন, ‘একদম ঠিক কথা বলেছ।’ সালমানের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ কর্ণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।
Array