আকিয়ারা বিদ্যাঙ্গন পাঠাগার কর্তৃক আয়োজিত ইসলামিক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২২ এপ্রিল)বিকালে আকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কচুয়া সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুব আলম সগির,হাফেজ কুতুবউদ্দিন,নুরুল ইসলাম গাজী,ইন্জিনিয়ার মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাবুল বলেন,যে মা যত শিক্ষীত সে জাতি তত উন্নত।প্রতিটি সন্তানকে শিক্ষীত করার মূল দায়িত্ব থাকে মায়ের।মা যদি তার সন্তানকে কঠোর হাতে আদর করে লেখাপড়া শিখায় তাহলে সেই সন্তান লেখাপড়া খেলাধুলা সহ সর্ব ক্ষেএে মনোযোগী হবে।
সভাপতির বক্তব্যে আবদুল আউয়াল বলেন,বইপড়ার যেমন বিকল্প নেই,লেখাপড়ার ও তেমন বিকল্প নেই।আমরা যদি জ্ঞান নিতে হয় তাহলে অবশ্যই আমাদের শিখতে হবে।এ ক্ষেএে সাধারণ জ্ঞানের পাশাপাশি ইসলামিক জ্ঞান ও অর্জন করতে হবে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Array