জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জয়পুরহাট জেলায় প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের মাঝে বৃহস্প্রতিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সদস্য ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সি আইপি আনোয়ারুল হক আনু এর স্বার্বিক সহযোগিতায় সম্মাননা স্বারক, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম এ ওহাব,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, শহর ছাত্র দলের আহবায়ক মাহফুজ শুভ সহ যুবদল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আম প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের খোজ- খবর নিতে এসেছি।
বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আমরা যাদের হারিযেছি তারা সবাই সব সময় বিএনপি জন্য দেশের জন্য দেশের গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত দলের আদর্শে অবিচল ছিলেন। তাই দল আপনাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া প্রার্থনা করেন।
Array