দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আবারো দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে বিরল বাজার মসজিদের পশ্চিম পার্শে মুল রাস্তা সংলগ্ন মেসার্স রিমন ট্রেডার্স এ দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা বিরদর্পে দোকানের সাটারের তালা কেটে ভিতরের লোকারের তালা ভেঙ্গে নগদ ৮ লক্ষ ২৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
রিমন ট্রেডার্স এর সত্বাধিকারী দেলোয়ার হোসেন দুলু জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমি দোকান বন্ধ করে চলে যাই। আজ শনিবার যথারিতি দোকান খুলতে এসে দেখি দোকানের সার্টারের তালা কাটা অবস্থায় রয়েছে এবং লোকারের ড্রয়ার খোলা অবস্থায় দেখি। রকারের ড্রয়ারে রক্ষিত মালকেনার প্রায় ৮ লক্ষ ২৩ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে পালায়। এব্যাপারে বিরল থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এর আগে দিনে-দুপুরে ২টি মোবাইলের দোকান থেকে মোবাইল ফোন, নগদ লক্ষ লক্ষ টাকা চুরি হয়। এ ব্যাপারেও অভিযোগ হলেও বিরল থানা পুলিশ এখন পর্যন্ত কোন চোরকে ধরতে পারেননি।
তাছাড়া, বিরল উপজেলায় বিভিন্ন এলাকায় পর পর কয়েকটি হত্যা হলেও এখন অবদি কোন ক্লু বের করতে পারেননি পুলিশ। বরং নিরিহ মানুষদেরকে পুলিশ দ্বারা হয়রানীর শিকার হতে হচ্ছে। বর্তমানে বিরল থানা এলাকায় মাদক, চুরি, ছিনতাই এগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে।
সচেতন মহল মনে করেন, পুলিশ তৎপর না থাকায় এধরণের ঘটনা গুলি প্রতিনিয়তই ঘটছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয় গুলি নিয়ে আমরা তৎপর আছি।
Array